আন্তর্জাতিক লিড নিউজ

১৭ মার্চ দুবাইয়ে বুর্জ্য খলিফায় প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি ও জন্মশতবার্ষিকীর লোগো

 

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি
দুবাইয়ে বিশ্ব বিখ্যাত ও সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফা এবার আলোকিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে।
জানা গেছে, ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। এই বিশাল আয়োজনে আন্তর্জাতিক কমিউনিটিতে দেখা দিয়েছে বেশ আনন্দ ও উৎসাহ উদ্দীপনা। এদিকে দুবাইয়ে বুর্জ আল খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের খবরে সেখানকার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির মাঝে দেখা যাচ্ছে আনন্দ উদ্দীপনা।
প্রবাসীরা জানান, দেশের বাইরে প্রবাসেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের খবরে আমরা সবাই আনন্দিত। আমরাও এই উৎসবে শরীক হতে পারব। এতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে এবং বঙ্গবন্ধু যে একজন আন্তর্জাতিক পর্যায়ের নেতা ছিলেন তা সুস্পষ্ট হয়ে উঠবে। সারা বিশ্বে বাঙ্গালী কমিউনিটির সম্মান ও মর্যাদা বাড়বে।

Related Posts