রোটারিয়ান মো. ইলিয়াছ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে পেতাম না আমরা স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ-এক ও অভিন্ন। একে অপরের পরিপূরক।
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর ডাকেই বাংলার আপামর জনতা ঝাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে আমরা পেলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সেই মহামানবের জন্মদিন আজ। টুঙ্গি পাড়ায় জন্ম নেয়া শিশুটি বড় হয়ে মহামানব হয়ে উঠেন। অজ পাড়া গাঁ থেকে উঠে আসা শিশুটিই জন্ম দিয়েছেন এই বাংলাদেশের।
এই মহামানবকে কিছু বিপথগামি কুলাঙ্গার ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে আঁধারে সপরিবারে হত্যা করে।
এই মহামানব বেঁচে আছেন বাঙ্গালীর হৃদয়ে। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী এই মহামানব হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
আমাদের বর্তমান প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি দারিদ্র,ক্ষূধামুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছেন,সফলও হয়েছেন।