নিজস্ব প্রতিবেদক
বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২১২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ২৪০ জন।
তবে এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
শুক্রবার (১৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
এসময়ে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ২ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ও বেসরকারি শেভরনে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৩৯টি।
আক্রান্তদের মধ্যে নগরে ১৮৩ জন এবং উপজেলায় ২৯ জন।