চট্টগ্রাম লিড নিউজ

২৪ ঘণ্টায় শনাক্ত আরও ২০০ জন

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২০০ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৮৪৩টি।

তবে মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার (২০ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৭ হাজার ৪৪০ জন। সর্বমোট মৃত্যু ৩৮৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২০০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬৯ জন এবং উপজেলায় ৩১ জন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।

 

Related Posts