নিজস্ব প্রতিবেদক
থার্ড কেডিএস নিউ ইয়ার গল্ফ টুর্নামেন্ট-২০২১ আজ শনিবার শাহীন গল্ফ ক্লাব মাঠে সম্পন্ন হয়েছে।
এতে রানার্স আপ হয়েছে ইতিকা তাবাসসুম। তিনি আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক রোটারিয়ান মো.ইলিয়াসের মেয়ে।
পরে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন এয়ার অফিসার্স কমান্ডিং চট্টগ্রাম জোন এয়ার ভাইস মার্শাল মো.ফখরুল ছালেহ। উপস্থিত ছিলেন নৌ কমান্ডার চট্টগ্রাম জোন রিয়্যার এডমিরাল মো. মোজাম্মল হক,কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ।
পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে উপস্থিত সকলে খেলা উপভোগ করেন।