চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলা আ.লীগের আনন্দ শোভাযাত্রা

 

মো.এমরান হোসেন.ফটিকছড়ি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিশাল এ শোভাযাত্রা বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, পাইন্দং ও সুন্দরপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আ.লীগ, যুবলীগ-ছাত্রলীগের হাজারো নেতাকর্মী অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।
এ সময় খাদিজাতুল আনোয়ার সনি এমপি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, আব্দুল হালিম,মুহাম্মদ শাহনেওয়াজ, হারুনুর রশিদ ইমন, তসলিম বিন জহুর, কাজী মাহমুদুল হক, ইব্রাহিম সবুজ, আবুল বশর, বোরহান আহমেদ,হোসেন শহীদ জাফর আলম, জানে আলম, সালামত উল্লাহ চৌধুরী শাহীন, শফিউল আজম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু,মো.এমদাদ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা আ.লীগের এ শোভাযাত্রায় নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অন্যদিকে আগামী ২২ মার্চ উপজেলা আ. লীগের উদ্যোগে ফটিকছড়ি কলেজ মাঠে আয়োজিত জনসভায় নাজিরহাট পৌরসভা থেকে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হবে বলে জানান নাজিরহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আলী আজম সাদেক।

Related Posts