চট্টগ্রাম লিড নিউজ

লিটন,গিয়াস ও আফরোজা প্যাবেল মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচনে সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে প্রথম  হয়েছেন ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন। ২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন। সংরক্ষিত ওয়ার্ড থেকে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আফরোজা জহুর।

এছাড়া, মো. হারুন উর রশীদ ১৬ ভোট, হাসান মাহমুদ হাসনী ১৩ ভোট, জহুর লাল হাজারী ১১ ভোট, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ১০ ভোট পেয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড থেকে নীলু নাগ ১৩, ফেরদৌস বেগম মুন্নী ৮, দোভাষ বেবী ৩ এবং জোবাইরা নার্গিস খান ৩ ভোট পেয়েছেন।

সোমবার (২২ মার্চ) সকালে চসিকের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ১২ জন প্রার্থী ছিলেন। এদের মধ্যে ৭ জন সাধারণ এবং ৫ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর।

প্রার্থীরা হলেন- রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন, দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ ও দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- জোবাইরা নার্গিস খান, নীলু নাগ, আফরোজা জহুর, লুৎফুন্নেছা দোভাষ বেবী ও ফেরদৌস বেগম মুন্নী।

কাউন্সিলর মোহাম্মদ জাবেদ করোনা আক্রান্ত হওয়ায় উপস্থিত হতে পারেন নি। তার ভোট নেওয়ার জন্য কর্পোরেশন এর ২ জন প্রতিনিধি যান।

চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, বিধি বাধ্যকতার কারণে আজ প্যানেল মেয়র নির্বাচন করতে হয়েছে। নির্বাচন হয়েছে গোপন ব্যালটে। বিজয়ীদের অভিনন্দন। অন্যসব প্রার্থীদের জন্যও শুভকামনা। আশাকরি সুন্দর ও শান্তির চট্টগ্রাম গঠনে এবং চট্টগ্রামের উন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করবো।

Related Posts