চট্টগ্রাম

ফটিকছড়িতে দলীয় কর্মীকে পাঁকা ঘর করে দিলেন বিএনপি নেতা সরোয়ার আলমগীর

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে অসহায় দলীয় কর্মীকে পাঁকা ঘর করে দিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলমগীর। গেলো বছরের ২০ নভেম্বর বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের তাজ ফকির বাড়ীর অসহায় বিএনপি কর্মী এনামকে দেখতে গিয়ে তার জরাজীর্ণ বাসভবন করে দেওয়ার উদ্যোগ নেন। পরে প্রবাসী বিএনপি’র সহায়তায় তিনি এনামের জরাজীর্ণ ঘর পাকা করে দিলেন। ২৩ মার্চ বিকালে ভার্স্যুয়ালী ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অসহায় দলীয় কর্মীকে ঘর দেওয়ার যে উদ্যোগ এবং বাস্তবায়ন ফটিকছড়িতে হয়েছে; তা একটি বিরল দৃষ্টান্ত৷ এটি দলের জন্য একটি মাইলফলক হিসেবে থাকবে। কাগজে-কলমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব মুছে দেওয়ার সরকারের যে চক্রান্ত। তা কখনো বাস্তবায়ন হবেনা। জিয়াউর রহমান বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে রয়ে যাবে। এটিই তার প্রমাণ।’
এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্যেশ্যে তিনি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলমগীর’র সভাপতিত্বে ঘর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো. বেলায়াত হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন শাহীন,নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনছুর আলম চৌধুরী,সহ সভাপতি আজম খান, উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারাফুল আনোয়ার মশু, যুবদল নেতা কাউন্সিলর গাজী আমান উল্লাহ, সদস্য মীর আজিজ, উপজেলা যুবদল নেতা হান্নান চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মউন উদ্দিন মেসি, নাজিরহাট পৌর ছাত্রদলের আহবায়ক আবু বক্কর চৌ,(মঈন) উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো.মঞ্জু, আরমান, মনসুরসহ দলটির নেতাকর্মীরা।

Related Posts