সিনিউজ ডেস্ক
দুর্নীতি সর্বত্র গ্রাস করেছে। এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি হচ্ছে না। উচ্চ থেকে নিচ-সব জায়গায় দুর্নীতি। এবার একজন ইউপি চেয়ারম্যানের সন্ধান পেয়েছে দুদক। যিনি শত কোটি টাকার মালিক।
নামেই তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ পুঁজি ব্যবহার করে গত দশ বছরে তিনি শতকোটি টাকার মালিক বনে গেছেন। সুদের ব্যবসা দিয়ে শুরু, এরপর কি করেননি তিনি। নানা ধরনের প্রতারণা, নদী দখল করে সেখান থেকে বালু উত্তোলন,সরকারী বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, সরকারি এবং বেসরকারি মালিকানার জমি দখলসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছেন তিনি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাঁড়দাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে।
দুর্নীতি দমন কমিশনের পাবনা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান ইতিমধ্যে বিষয়টি দুদকের প্রধান কার্যালয়ে জানিয়েছেন। দুদকের অভিযোগপত্রে দেখা যায়, গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মক্তবে পড়াশোনার পাঠ চুকিয়ে পুরোদস্তুর মাদক ব্যবসায়ী বনে যান। এতে স্থানীয় প্রভাবশালীদের সাথে তার উঠাবসা শুরু হয়।
প্রভাবশালীরাই তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে থাকেন। চেয়ারম্যান হবার পর সাইফুল ইসলাম এলাকায় প্রতিরাতে জুয়ার আসর বসিয়ে বিপুল অর্থ ভাগিয়ে নেন। এছাড়া মাদক ব্যবসা, সুদের ব্যবসা, নানান ধরনের ঠিকাদারি, ভূমি দখলের মতো কর্মকাণ্ডে তিনি জড়িয়ে পড়েন। তাঁর দৃশ্যমান বিভিন্ন ব্যবসায় শত শত কোটির মালিকানা মিললেও আয়কর বিবরণীতে তাঁর প্রমাণ পাওয়া যায় না।