চট্টগ্রাম শিল্প সাহিত্য

স্বাধীন হয়ে বাঁচুক আমার মা //

রীতা ধর

লৌহকান্ত হাত বাড়িয়ে ডাকলো কারা?
ঐশোনা যায় রাজপথে এক মিছিল
অন্ধ ঘরে হঠাৎ আলোর ঝলক
ভাঙ্গলো বুঝি লৌহ তালার খিল।

হাওয়ার সাথে ছুটছে মিছিল যত
হাতে হাতে জ্বলছে আগুন মশাল
মৃত্যু তাদের রক্তে তিলক আঁকা
কাঁপছে জোয়ার ক্ষিপ্ত ঢেউয়ে ঝাঁঝাল।

বিকীর্ণ আজ নিখিল, রাজপথে মিছিল
নির্ভীক পথিক বাংলা মায়ের রত্ন
ত্রিতাল তালে ধাক্কা মারে মন-মগজে
মর্মভেদী স্লোগানের সবুজ যত স্বপ্ন।

আর কিরে ভাই যায়রে থাকা
অন্ধকারে বন্ধ ঘরের লৌহ খিলে?
স্বাধীনতার ডাক দিয়েছেন জাতির পিতা
তাইতো ছুটি মুক্তিসেনার ঐ মিছিলে।

স্বাধীনতার অমর বাণী বুকের পাটাতনে
আসলে আসুক গোলা বারুদ বোমা
বুকের রক্ত ঝরুক ফেনিল স্রোতে
স্বাধীন হয়ে বাঁচুক আমার মা।

Related Posts