আন্তর্জাতিক লিড নিউজ স্বাস্থ্য

মুম্বাইয়ে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন,নিহত ৯

 

সিনিউজ ডেস্ক

মুম্বইয়ের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার জেরে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে এখানকার ভান্ডুপ এলাকার একটি শপিং মলের এই কোভিড হাসপাতালটিতে আগুন লাগে। সেই সময় এখানে ভর্তি ছিলেন ৭৬ জন রোগী। তাঁদের অনেককেই অন্য হাসপাতালে স্থানান্তরিত করা সম্ভব হয়েছে। আজ, শুক্রবার সকালেও হাসপাতাল থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের ২৩ টি ইঞ্জিন। পুলিস জানিয়েছে, গতকাল রাত ১২ টা নাগাদ পাঁচতলা ওই মলটির তৃতীয় তলে অবস্থিত কোভিড হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছিল। সেই সময় প্রথমে মলটির একদম নিচের তলায় আগুনটি লাগে ৷ পরে আগুন দ্রুত অন্যান্য ফ্লোরগুলি সহ হাসপাতালের ফ্লোরেও ছড়িয়ে পড়ে ৷ গলগল করে হাসপাতাল থেকে কুণ্ডলীকৃত ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের কয়েকটি ইঞ্জিন। তবে বেশ কয়েকজনকে ওই হাসপাতাল থেকে বের করে আনা সম্ভব হলেও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ছয় জন করোনা রোগীর। বাকি রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে এখনও হাসপাতালের ভিতরে আর কোনও রোগী আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

Related Posts