নিজস্ব প্রতিবেদক
শুক্রবার হেফাজত কর্মীরা চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীরা মাদ্রাসার সামনে মহাসড়কে অবস্থান নিয়ে সেখানে ইটের দেয়াল তুলে বিক্ষোভ করছে।
শুক্রবার বিকাল থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা।
দেখা যায়, সড়কের মাঝখানে ইট দেয়াল তৈরি করে রেখেছে তারা। দেয়ালের সঙ্গে কিছু লোহার কলাপসিবল গেটও রাখা হয়েছে।
আগের দিন থানায় ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার পর পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর পর প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ-র্যাবের পাশাপাশি তল্লাশি দিচ্ছে আধা সামরিক বাহিনী বিজিবিও।
আগের দিন ঢাকার বায়তুল মোকাররম মসজিদে ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের প্রতিক্রিয়ায় জুমার নামাজের পর হেফাজতের সদরদপ্তরের কাছের মাদ্রাসা থেকে মিছিল বের হয়। কর্মীরা সরকারি ডাকবাংলো, স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হামলা করে।
সহকারী পুলিশ কমিশনার প্রবীর ফারাবি সরকারি ডাকবাংলোয় থাকতেন। তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে পেটানো হয়। সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।
এরপর হেফাজত কর্মীরা তেড়ে যায় থানায়। সেখানে পুলিশের ওপর করে হামলা। কাঁদানে গ্যাস ছুড়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার পর গুলি করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চার জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
এর প্রতিক্রিয়ায় শনিবার দেশ জুড়ে বিক্ষোভ ও রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজত।
নানা হুমকি দিলেও ঢাকায় হেফাজত কর্মীরা সকালে জড়ো হলেও রাজপথে পরে আর নামেনি। তবে হাটহাজারীর কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে।
মাওলানা রফিকুল ইসলাম নামে একজন জানান,তাদের কর্মীদের খুন করা হয়েছে দাবি করে তিনি এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। বলেন, ‘ছাত্র-জনতার ওপর কোনো ধরনের হামলা করা যাবে না, নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ হাটহাজারী প্রশাসনকে বহন করতে হবে, আহতদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলা করা হয়েছে অভিযোগ এনে তিনি বলেন, ‘অবহেলায় জড়িত চিকিৎসকদের আইনের আওতায় আনতে হবে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত এবং ‘ইন্ধনদাতাদের’ গ্রেপ্তারের দাবি আছে বলেও জানান এই হেফাজত নেতা।