জাতীয় তথ্যপ্রযুক্তি লিড নিউজ

বাংলাদেশে সেবা সীমিত করার কথা জানাল ফেসবুক কর্তৃপক্ষ

 

সিনিউজ ডেস্ক

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবা সীমিত করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছিল। অনেক ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছিলেন।

 

Related Posts