নিজস্ব প্রতিবেদক
হাটহাজারিতে সরকারি ডাকবাংলোতে আগুন দিয়েছে হেফাজত ইসলামের নেতা-কর্মীরা। এসময় বাংলোর ভেতরে থাকা দু’টি মোটরসাইকেলও জ্বালিয়ে দেয় তারা।
রোববার (২৭ মার্চ) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
ডাকবাংলোটির অবস্থান হাটহাজারি মাদ্রাসার বিপরীতে হাটহাজারি-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে।
মাদ্রাসার খুব কাছে হওয়ায় প্রায় সময় হামলা ঘটনা ঘটে সরকারি এই স্থাপনটিতে।
হাটহাজারী থানার তদন্ত ওসি রাজিব শর্মা বাংলানিউজকে বলেন, বেশ কিছু নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে ডাকবাংলায় আগুন ধরিয়ে দেন।
এতে নিচ তলার স্টোর রুমে থাকা দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়।
এরআগে গতকাল হেফাজত-পুলিশ সংঘর্ষের সময় হেফাজতের বিক্ষুব্ধ নেতা কর্মীরা ডাকবাংলো ও স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হামলা চালায়।
এদিকে ঘটনার একদিন পার হলেও এখনও স্বাভাবিক হয়নি হাটহাজারী- খাগড়াছড়ি সড়ক