নিজস্ব প্রতিবেদক
টিকা নেয়ার পরও জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বলেন, গতকাল নমুনা প্রদান করেন তিনি। আজ রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন।
তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকা নেন তিনি।
এরপর ৫০ দিনের মাথায় করোনা আক্রান্ত হন। চট্টগ্রামে করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
তিনি তাঁর রোগ মুক্তিতে সকলের দোয়া চেয়েছেন।