নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান খান।
শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৩ মার্চ থেকে ফ্লু-জনিত রোগে ভুগছিলেন মো. আতাউর রহমান খান।
পরে করোনা টেস্টে নমুনা পজেটিভ আসে।