চট্টগ্রাম লিড নিউজ

চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর বন্ধ দোকানপাট

 

নিজস্ব প্রতিবেদক

করোনা ভয়াবহ আকার ধারণ করায় চট্টগ্রামের সব ধরনের দোকান, শপিংমল, রেস্টুরেন্ট সন্ধ্যা ৬ টার পর বন্ধ থাকবে।  নিষেধাজ্ঞার বাইরে থাকবে শুধু নিত্যপণ্যের বাজার ও জরুরি ওষুধের দোকান।

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান একথা জানিয়েছেব।

এর আগে গতকাল (১ এপ্রিল) বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, মেলা ও সিনেমা হল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া করোনার সংক্রমণরোধে আরও ১৭ টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

চট্টগ্রামের বিনোদন কেন্দ্র মেলা সিনেমা হলে ১৪ দিনের তালা।

নির্দেশনায় আরও থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/ উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে; ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। সন্ধ্যা ৬ টার আগ পর্যন্ত খোলা থাকা শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

এসব শর্ত ও নির্দেশনা না মানলে আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গতকালের গণ বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে তা প্রতিপালনে সন্ধ্যা থেকেই মাঠে নামছে পুলিশ

 

Related Posts