নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষার্বষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার ভর্তি পরীক্ষা বিষয়ে ডিনস কমিটির ১১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল।
“কিন্তু করোনা ভাইরাস মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায়, ভর্তি পরীক্ষা ডিনস কমিটির সিদ্ধান্তনুসারে পূর্বনির্ধারিত সময়ে অনলাইন আবেদন নেওয়া হবে না।”
দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ জানানো হবে বলে অধ্যাপক মনিরুল হাসান জানান