চট্টগ্রাম লিড নিউজ

ব্যবসায়ীদের সমাবেশে সরকারবিরোধী স্লোগান,উস্কানি কিনা তদন্ত করবে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক
লকডাউন ঘোষণার প্রথমদিনেই সমাবেশের নামে সরকারবিরোধী স্লোগান দিয়েছেন অনেকে। এ বিক্ষোভ ঘিরে কেউ ষড়যন্ত্রে লিপ্ত কিনা বা নেপথ্যে কোন দুরভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের ধারণা এতে কারো উস্কানি থাকতে পারে। উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বিষয়টি দেখা হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।
সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে নগরের রিয়াজউদ্দিন বাজার, জুবিলি রোড এলাকায় মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় ‘অবৈধ লকডাউন মানি না, মানবো না’, ‘দোকানপাট খুলে দাও দিতে হবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিক্ষিপ্ত মিছিল থেকে। তাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আমরা বিক্ষোভের ভিডিও, সিসিটিভি ফুটেজ দেখছি। উপস্থিত অনেকের সঙ্গে কথা বলছি।
যদি তারা সরকারবিরোধী কোনো স্লোগান দিয়ে থাকে বা চক্রান্ত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts