আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের কুচবিহারে নির্বাচনী সহিংসতায় ৪ জন নিহত হয়েছেন।
পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় শনিবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
ভোট শুরু হওয়ার পর পর কোচবিহারে বিজেপি এবং তৃণমূলের সমর্থকের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এতেই দুপক্ষের ৪ জন নিহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এ চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। মাথাভাঙা হাসপাতালে তাদের ময়নাতদন্ত চলছে।
কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতরা সবাই তৃণমূলের সমর্থক বলে দাবি করা হচ্ছে।
গোটা ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, গুলি চালিয়েছে সিআইএসএফ।
শনিবার (১০ এপ্রিল) ভোট চলছে রাজ্যের ৫ জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, হাওড়া, হুগলি এবং কলকাতার একাংশ মিলিয়ে মোট ৪৪টি আসনে।
আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোট ১ হাজার কোম্পানি কেন্দ্রীয়বাহিনী আনা হয়েছে। তারমধ্যে ব্যবহার করা হচ্ছে ৭৯৩ কোম্পানি আধা সামরিক সেনাবাহিনী।