আন্তর্জাতিক ওপার বাংলা লিড নিউজ

পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত

 

কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। তবে করোনাকালে কলকাতার বাড়িতেই চিকিৎসা চলছিল তার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দু’দিন ধরে সামান্য জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। আপাতত জ্বর না থাকলেও শরীর খানিকটা দুর্বল। তবে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তারা আরও জানান, শঙ্খ ঘোষকে এখনই হাসপাতালে ভর্তি করা হচ্ছে না। বাড়িতেই তার চিকিৎসা চলবে।

 

Related Posts