তথ্যপ্রযুক্তি রাজনীতি লিড নিউজ

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেপ্তার

সিনিউজ ডেস্ক

হেফাজতে ইসলামের নেতাদের ধরপাকড়ের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে। তিনি ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামেরও সহসভাপতি।

শনিবার বিকালে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম  এই তথ্য নিশ্চিত করে বলেন, জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীনকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এছাড়া সম্প্রতি হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুবায়ের আহমদসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

হেফাজত নেতাদের ২০১৩ সালের শাপলা চত্বরের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সম্প্রতি নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে ডাকা আন্দোলন ঘিরে নাশকতার মামলায়ও কাউকে কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কওমি মাদ্রাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার পর অনেকটা চুপসে যায়। পরবর্তী সময়ে সরকারের সঙ্গে তাদের অনেকটা সুসম্পর্কও গড়ে উঠে। তবে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী গত সেপ্টেম্বরে ইন্তেকালের পর নতুন কমিটির অনেক নেতা সরকারের বিরাগভাজন হন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় মাঠে নামে হেফাজত। ২৬ মার্চ মহান স্বাধীনতার দিনে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মারা যান। এর প্রতিবাদে ২৮ মার্চ হরতালের ডাক দেয় হেফাজত। সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষ ও তাণ্ডব চলে। কয়েক দিনের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে প্রায় ১৫ জন মারা যান। এসব ঘটনায় অনেকগুলো মামলা হয়, যেখানে হেফাজতের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এরপর থেকে সারাদেশে চলছে হেফাজতের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়।

Related Posts