মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি.
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মানার দায়ে ফটিকছড়ির বিবিরহাট বাজারে ১৩মামলায় ৩হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত । এসময় মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত । রবিবার (১৮ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সায়েদুল আরেফীন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি থানা ওসি রবিউল ইসলাম, এস আই জিয়াসহ সংগীয় ফোর্স।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সায়েদুল আরেফীন বলেন, সরকারি নিষেধাজ্ঞা না মানায় বিবিরহাট বাজারে ব্যবসায়ী প্রতিষ্টান ও যানবাহন চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা পালনে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মাস্কও বিতরণ করা হচ্ছে।