আন্তর্জাতিক ওপার বাংলা লিড নিউজ

বিজেপির প্রচারণায় গিয়ে অসুস্থ মিঠুন,হেলিকপ্টারে কলকাতায়

 

 

কলকাতা প্রতিনিধি

বিজেপির পক্ষে নির্বাচনী প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।  রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভোটপ্রচারের সময় অসুস্থ হওয়ার পর তাৎক্ষণিক তাকে হেলিকপ্টারে করে কলকাতা ফেরত পাঠানো হয়।  খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, মিঠুনের অসুস্থতায় উদ্বিগ্ন বিজেপি শিবির।

রোববার রায়গঞ্জের চণ্ডীতলায় ৫ কিলোমিটার রো়ড শো করার কথা ছিল অভিনেতা মিঠুনের। হেলিকপ্টারে করে সময় মতো রায়গঞ্জে পৌঁছেও গিয়েছিলেন তিনি। রোড শো শুরু হওয়ার পর বিজেপি কর্মীদের উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণের মধ্যেই যদিও ছন্দ কাছে। অসুস্থ বোধ করতে থাকেন মিঠুন। সঙ্গে সঙ্গে তাকে হুডখোলা গাড়ি থেকে নামিয়ে হেলিকপ্টারে কলকাতার পথে রওনা করা হয়।

হিন্দুস্তান টাইমসর খবরে বলা হয়, রোববার আগে থেকেই অসুস্থতা বোধ করছিলেন মিঠুন।  হুড খোলা গাড়িতেও উঠতে চাননি তিনি।  নেতা ও সমর্থকদের অনুরোধে শেষ পর্যন্ত তিনি রোড শোয়ে শামিল হল। তারপরই ঘটে বিপত্তি।

Related Posts