জাতীয় লিড নিউজ

লকডাউন শিথিলের সম্ভাবনা ঈদের আগেঃ জানালেন ওবায়দুল কাদের

প্রতিবেদকঃ
জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউনে শিথিলতার কথা সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের।

১৯ এপ্রিল (সোমবার) সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি আরও বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে।সবাইকে মানসিক ভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।

এছাড়াও পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে রংপুর সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় যুক্ত হন।

Related Posts