আন্তর্জাতিক আরব আমিরাত

কোভিড নিয়ন্ত্রণে বিশ্বে শীর্ষে আবুধাবি

 

 

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি
বিশ্বের বেশিরভাগ দেশই বর্তমানে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। তবে এই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবি। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ডিপ নলেজ গ্রুপ-এর দ্বারা পরিচালিত একটি জরিপে এই তথ্য জানা গেছে।

জরিপে সমস্ত মানদণ্ড অনুযায়ী আবুধাবি বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে। সংস্থাটি তাদের নতুন সমীক্ষায় প্রকাশ করেছে যে, আবুধাবি কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে দ্রুত ও উপযুক্ত পদক্ষেপ নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে।

ডিপ নলেজ গ্রুপের মতে, প্রতিবেদনের প্রাথমিক লক্ষ্যটি ছিল পৌরসভা স্তরে মহামারী নিয়ন্ত্রণে আঞ্চলিক পদক্ষেপ বিশ্লেষণ করা। জরিপে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, সরকারী দক্ষতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, পৃথকীকরণের দক্ষতা, ভ্যাকসিনেশন রেট এই পাঁচটি গুণগত স্বতন্ত্র বিভাগ মূল্যায়ন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের মোট ২৫টি শহরের উপরে এই জরিপ পরিচালনা করে ডিপ নলেজ গ্রুপ।

২৫টি শহরের মধ্যে আবুধাবির পরে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এর পরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে, অস্ট্রেলিয়ার সিডনি, সিঙ্গাপুর ও কানাডার অটোয়া। এছাড়াও, বার্লিন, টোকিও, তেলআবিব, জুরিখ, অকল্যান্ড শীর্ষ দশে স্থান পেয়েছে। তালিকাভুক্ত অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে অসলো, বেইজিং, হংকং, লন্ডন, লস অ্যাঞ্জেলেস, আমস্টারডাম, রিয়াদ, তাইপেই, নিউইয়র্ক, মস্কো, প্যারিস, ইস্তাম্বুল, রোম, বুদাপেস্ট এবং ব্যাংকক। সূত্র: ম্যাশেবল।

 

Related Posts