সিনিউজ ডেস্ক
করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে কাবু টলিপাড়া। মঙ্গলবার (২০ এপ্রিল) অভিনেতা জিতের পর করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। একই সঙ্গে জানালেন, রিপোর্ট হাতে পাওয়ার পর নিভৃতবাসে রয়েছেন তিনি। তার ছয় মাসের সন্তান যুবান সম্পূর্ণ সুস্থ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এল। তবে আমার ছেলে যুবান সুস্থ আছে। রাজ এই মুহূর্তে ব্যারাকপুরে। আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে আমি সকল কোভিডবিধি মেনে চলছি। সকলকে অনুরোধ করছি, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস আবার ফিরে এসেছে। সকলে সাবধানে থাকুন।
‘
গত বছর করোনার প্রথম ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই সময় রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকরাও করোনা আক্রান্ত হন। বছর ঘুরতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কয়েক মাস আগে করোনার থাবা বসেছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর শরীরে।