নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেক (চমেক) হাসপাতাল এলাকা থেকে সম্পদ দে নামক একজন স্যানিটারী ইন্সপেক্টরের হিরো গø্যামার মডেলের ১২৫ সিসি নীল-কালে রঙের একটি মোটর সাইকেল (নং চট্টমেট্টো-হ-১৬-৩৬৮১) চুরি হয়ে গেছে। আজ ২২ এপ্রিল ২০২১ ইংরেজি বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে হাসপাতালের মাঝামাঝি গেইট থেকে চোর চক্রের সদস্যরা তালা খুলে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীন স্যানিটারী ইন্সপেক্টর সম্পদ দে (মোবাইল নং-০১৬৭০২৯৬৪১০) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশ যাত্রীদের কোভিড-১৯ জরুরী সেবায় নিয়োজিত।
জানা যায়, চমেক হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স স্ত্রী মিনাক্ষী দেবীকে আনতে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালে যায় স্যানিটারী ইন্সপেক্টর সম্পদ দে। হাসপাতালের মাঝামাঝি গেইটে মোটরসাইকেলটি তালা দিয়ে রেখে উপরে উঠে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তার স্ত্রীকে নিয়ে নিচে এসে দেখে সংঘবদ্ধ চোরের দল কৌশলে মোটরসাইকেলটি তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। মোটরসাইকেলেটির হেডলাইটের শেইডে “ বিদেশযাত্রীদের কোভিড-১৯ সেবায় জরুরী কাজে নিয়োজিত, স্যানিটারী ইন্সপেক্টর, শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর, চট্টগ্রাম ” লিখা স্টিকার লাগানো ছিল। এ ঘটনায় সম্পদ দে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ মডেল থানায় একটি জি.ডি (নং-১১৪৮) দায়ের করেন।###