নিজস্ব প্রতিবেদক
নগরীতে প্রেমের ফাঁদে ফেলে বাসায় এনে দুই যুবকের নগ্ন ছবি তুলে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের পাহাড়তলী থানার একতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- মাসুদ রানা, লক্ষ্মী রানী দাশ ও নার্গিস আক্তার। তাদের মধ্যে মাসুদ নিজেকে অনলাইন টিভি সিটিজি ক্রাইম ও ভোরের জানালা একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এ প্রতারণা চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ জানান, একতা আবাসিক এলাকার একটি ভবনের চতুর্থ তলায় বাসা ভাড়া করে মাসুদ প্রতারণা চালিয়ে আসছিল। মাসুদ ও লক্ষ্মী মিলে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে। তাদের ফোন করে নার্গিস। নার্গিস দুই যুবককে প্রেমের ফাঁদে ফেলে বুধবার রাতে ওই বাসায় নিয়ে যায়। দুই যুবক বাসায় প্রবেশের পর তাদের বিবস্ত্র করে মাসুদ ও লক্ষ্মী। তারা এ সময় নিজেদের পুলিশ পরিচয় দেয়। এরপর নার্গিসের সঙ্গে আপত্তিকর ভিডিও করা শুরু করে। একপর্যায়ে ওই দুই যুবক ছুটে বেরিয়ে যান। তারা দৌড়ে বাসা থেকে বের হয়ে ভবনটির অন্যান্য বাসায় কলিং বেল বাজান এবং পরে বাড়িওয়ালাকে ঘটনাটি জানান। এরপর বাড়িওয়ালা পুলিশকে জানালে পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এ সময় মাসুদের বাসা থেকে একটি খেলনা পিস্তল, দুটি ছুরি ও ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।