রুপন দত্ত – নিজস্ব প্রতিনিধি:
আনোয়ারা: আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া ছত্তার মাঝি ঘাট এলাকায় পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাত ১টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য মো.ওসমান গনি চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ছত্তার মাঝি ঘাট এলাকায় সাগরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাত ১টার দিকে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বিন ইউসুফ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশের পরনে হাফ প্যান্ট ছিল। পুলিশের ধারণা, সাগরে মাছ ধরার নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।