মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড’র কারিগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে জনৈক প্রবাসী মো.শাহাজান, মো.ইসমাইল মো.আজগর এর টিনসেট এর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরপুর ইউনিয়ন’র ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো.মুজিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের রান্নাঘরের চুল্লী থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে কমপক্ষে ২০লাক্ষ টাকার উপর ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয় বলে তিনি জানান।