আন্তর্জাতিক ওপার বাংলা

অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে ফাঁসি দেবঃ দিল্লী হাইকোর্ট 

facebook sharing buttonসিনিউজ ডেস্ক

করোনাভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুশিয়ারি দিয়েছে আদালত। খবর আনন্দবাজার

পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাবে।

ভারতে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনো কর্তাব্যক্তিকেই ছেড়ে কথা বলা হবে না।

গত দুদিনে রাজধানীর দিল্লিতে দুটি হাসপাতালে অক্সিজেনের অভাবে অন্তত ৪৫ জন কোভিড রোগীর মৃত্যু হছে। রোগীদের বাঁচাতে  দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে। এমন পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট আজ এ হুশিয়ারি দিল

Related Posts