নিজস্ব প্রতিবেদক
টানা ২৫ দিন পর কোভিড-১৯ মুক্ত হয় আজ শনিবার কর্মস্থলে ফিরেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। এ উপলক্ষে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এক শোকরানা সভা ও দোয়া মাহফিল সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পেশ ইমাম মাওলানা নুরুল আলম।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শোকরানা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, তাঁর সহধর্মিনী রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (এনাটমী) ডা. ইশরাত জাহান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোঃ নওশাদ খান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. রুমি দাশ, মেডিকেল অফিসার ডা. পলাশ কান্তি কর, মেডিকেল অফিসার ডা. আদিব ইসমাইল, মেডিকেল অফিসার নুসরাত জাহান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ। শোকরানা সভার পূর্বে সিভিল সার্জন ও তাঁর সহধর্মিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য যে, গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। গত ১৩ এপ্রিল ২০২১ ইংরেজি তারিখে দ্বিতীয় বার করোনার নমুনা পরীক্ষার রিপোর্টেও পজিটিভ রিপোর্ট আসে তাঁর। সর্বশেষ গত ২২ এপ্রিল নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্টে কোভিড-১৯ মুক্ত হন সিভিল সার্জন। ####