—————————————————————–
রুপন দত্ত – কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট সুকান্ত সাহা গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা রোগীর সেবা, দাফন ও সৎকার স্বেচ্ছাসেবক টিম কর্ণফুলীকে
নিজ কার্য্যলয়ে সুরক্ষা সামগ্রী প্রদান করেন। এসময় কর্ণফুলীর টিম সমন্বয়ক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের হাতে মাক্স, স্কিব, হ্যান্ডগ্লাব্স সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। গাউছিয়া কমিটি টিম কর্ণফুলীর প্রশংসা করে তিনি বলেন, করোনা মহামারিতে সবাই যখন নিজেকে বাচানোই একমাত্র কাজ বলে মনে করে লাশ ফেলে রাখে, তখনই এই টিম গিয়ে লাশের দাফন বা সৎকার করে দিচ্ছে। সন্তান যখন পিতা মাতাকেও দাফন করতে এগিয়ে আসেনি এই গাউছিয়া কমিটির সদস্যরা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মানবিক কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত করে যাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন টিম কর্ণফুলীর গণযোগাযোগ সদস্য মুহাম্মদ নূরুল আবছার, মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ আজিজুল হক আজিজ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী শাখার পক্ষ হতে টিম লিডার ইমতিয়াজ উদ্দিন সুকান্ত সাহাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মানবতার ডাকে সাড়া দিয়ে টিম কর্ণফুলীর পাশে থাকার জন্য।।