আন্তর্জাতিক ওপার বাংলা লিড নিউজ

তৃতীয়বারের মত ক্ষমতায় আসতে পারে তৃণমূলঃ অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফল

 

কলকাতা প্রতিনিধি

‌বৃহস্পতিবার রাজ্যে আট দফার নির্বাচন শেষ হল। প্রায় এক মাসের বেশি সময় চলল বঙ্গভোট। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টুডেজ চাণক্য বুথফেরত সমীক্ষার যে ফল ঘোষণা করেছিল, তা প্রায় হুবহু মিলে গিয়েছিল। এবারও তাদের সমীক্ষা বলছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে তৃণমূলই। পেতে পারে ১৬৯ থেকে ১৯১ আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ৯৭ থেকে ১১৯ আসন। মোর্চার ঝুলিতে যেতে পারে ০ থেকে ৪ আসন এবং অন্যান্যরা ০ থেকে ৩। গতবার টুডেজ চাণক্য বুথফেরত সমীক্ষায় জানিয়েছিল, তৃণমূল পেতে পারে ২১০ আসন, বাম–কংগ্রেস পাবে ৭০ এবং বিজেপির ঝুলিতে ১৪টি আসন। সে বার ২১১টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং রিপাবলিক এবং সিএনএক্সের সমীক্ষা। ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিস মাই ইন্ডিয়া জানাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬ আসন। বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬০ আসন। মোর্চা পেতে পারে ০ থেকে ২ আসন। রিপাবলিক এবং সিএনএক্সের সমীক্ষার দাবি, একুশের ভোটে ১৩৮ থেকে ১৪৮টি আসন পেতে পারে বিজেপি। অর্থাৎ পালাবদল ঘটিয়ে ম্যাজিক ফিগার ছুঁতে পারে তারা। অন্যদিকে তৃণমূল পেতে পারে ১২৮ থেকে ১৩৮টি আসন। আর সংযুক্ত মোর্চার দখলে আসতে পারে ১১ থেকে ২১টি আসন।
বাকি প্রায় সব সমীক্ষাই তৃণমূলকে এগিয়ে রেখেছে। পি মার্কসের বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোটে পেতে পারে ১০ থেকে ২০ আসন।
সিএনএন নিউজ১৮–এর সমীক্ষা বলছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন। এনডিটিভি ইটিজি রিসার্চে সমীক্ষা বলছে, ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। তাদের দাবি, ১৬৪ থেকে ১৭৬টি আসন পেতে পারে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৫–১১৫টি আসন। মোর্চা পেতে পারে ১–১৫টি আসন। এবিপি ও সি–ভোটারের সমীক্ষার ফল অনুযায়ী রাজ্যে একুশের ভোটে তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৬৪টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূলই। অন্যদিকে বিজেপি পেতে পারে ১০৯ থেকে ১২১ আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪ থেকে ২৫ আসন।‌ তবে বিজেপিকে এগিয়ে রেখে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, এবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। একুশের ভোটে তারা পেতে চলেছে ১৬২ থেকে ১৮৫টি আসন। অন্যদিকে তৃণমূল পাবে ১০৫ থেকে ১১৫টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।
কিন্তু বুথফেরত সমীক্ষাকে কখনই ধ্রুবসত্য বলে ধরে নেওয়া যায় না। ভোট গণনার দিন কোন দলের ফলাফল কেমন হতে পারে, এই ধরনের সমীক্ষা তার কেবল আভাস মাত্র। বাকিটা জানার জন্য অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।

Related Posts