সিনিউজ ডেস্ক
রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের শুভজিৎ দাশগুপ্ত।
রাজারহাট-গোপালপুর উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
২০১১ সালের আগে পর্যন্ত রাজারহাট (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র ছিল। ২০১১ সালের পর থেকে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র।