কলকাতা প্রতিনিধি
করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের অবস্থাও ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। ফের রেকর্ড হল রাজ্যে। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হলেন ৮ লাখ ৬৩ হাজার ৩৯৩ জন। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৯৫ জন। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও বাড়ছে করোনা মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ৯২ জনের। গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন একদিনে সুস্থও হয়েছেন ১৫ হাজার ৫৮৭ জন। শহর কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩৫ জন। কলকাতায় মারণ ভাইরাস করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও থাবা বসাচ্ছে করোনা। উত্তর ২৪ পরগণা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি। করোনার এই লাগাতার বৃদ্ধির জেরে ক্রমশ খারাপ হচ্ছে রাজ্যের পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের। অন্যদিকে, কেন্দ্রের সিদ্ধান্তের পর ভ্যাকসিনেশন প্রক্রিয়াও বেসরকারি হাসপাতালগুলিতে হবে কিনা আগামী দিনে, তা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। যদিও ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কোভিড পরিস্থিতিতে তিনি সবসময় মানুষের পাশে আছেন। বাংলার প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন বিনামূল্যে না দিলে মানুষের স্বার্থে তিনি আন্দোলনে শুরু করবেন।