নিজস্ব প্রতিবেদক
“মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে বুকে ধারণ করে করোনাকালে অসহায় মানুষের পাশে আছেন প্রবাসী প্রকৌশলী জ্যোতির্ময় ধর। তিনি বিভিন্নস্থানে এবং করোনা আক্রান্তদের ঘরে ঘরে গিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন।
গত বছর করোনার শুরুতেই জার্মানী থেকে তিনি দেশে আসেন। এরপরই তিনি নেমে পড়েন মানবিক সহায়তায়। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান তিনি।
লকডাউনের সময় শত শত পরিবারের কাছে পৌঁছে গেছে তার দেয়া উপহার। তিনি নিজেও গেছেন অনেক পরিবারে। করোনা আক্রান্ত সাংবাদিকদের পাশেও দাঁড়িয়েছেন এ মানবিক যোদ্ধা।
চলতি লকডাউনেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন তিনি।
চলতি লকডাউনে তিনি চেরাগিপাহাড়,আন্দরকিল্লা,দেওয়ানবাজার,চকবাজার,শহীদ মিনার এলাকাসহ বিভিন্ন এলাকায় শত শত মানুষের মাঝে ভালবাসার উপহার বিতরণ করেন।
এছাড়া ফোন কল পেলেই তিনি উপহার নিয়ে ছুটে গেছেন বাসায়।
সম্প্রতি চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকৌশলী জ্যোতির্ময় ধর ও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর প্রধান, নারীনেত্রী বাপ্পী দেব বর্মন’র যৌথ উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক কর্মহীন শ্রমিকের হাতে তুলে দেওয়া হয় ১০ দিনের খাদ্য সহায়তা।
উল্লেখ্য, করোনা ভয়াবহতার শুরু থেকেই থেকে এ পর্যন্ত চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় সকলের প্রশংসা কুড়িয়েছেন প্রকৌশলী জ্যোতির্ময় ধর ।
এর আগে চেরাগিপাহাড় মোড়ে কয়েকশ অসহায় মান
এই সময় তিনি উপস্থিত শ্রমিকদের সাস্থবিধি মেনে চলার অনুরোধ করেন ।
তিনি বলেন,করোনাকালে আর্থিক সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। উচ্চবিত্তদের উচিত তাদের পাশে দাঁড়ানো।
তিনি বলেন,১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছেন। ৩০ লাখ শহীদ হয়েছেন,তার তুলনায় আমরা কি করছি,কিছুইতো করছি না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের কর্তব্য।