নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
বুধবার থেকে বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীরা আরব আমিরাতে ঢুকতে পারবেন না। খবর খালিজ টাইমসের।
সোমবার দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা দিয়েছে।
এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়।
এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হল। তবে সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় এই নিষেধাজ্ঞা কতদিনের জন্য তা বলা হয়নি।