জাতীয় লিড নিউজ

বাংলাদেশে ঈদ শুক্রবার

সিনিউজ ডেস্ক

চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে রোজার ঈদ উদযাপন হবে শুক্রবার।

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, “বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।”

বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।

করোনাভাইরাসের বিস্তার রোধে এবছর  স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে দেশবাসীকে। ঈদের নামাজ পড়তে হবে মসজিদে এবং করা যাবে না কোলাকুলি।

সরকার ইতোমধ্যে সারাদেশে ‘লকডাউন’ ঘোষণা করেছে এবং ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থেকে ঈদ উদযাপন করতে বলেছে।

Related Posts