আন্তর্জাতিক ওপার বাংলা

কবি জয় গোস্বামী করোনায় আক্রান্ত,হাসপাতালে ভর্তি

সিনিউজ ডেস্ক

কোভিডে আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী। কোভিড ফলাফল আসার আগেই রবিবার সন্ধ্যে বেলা তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার সকালেই জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে পেটের গোলমালও দেখা দেয়। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের সাহিত্যিককে। পরে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। স্ত্রী কাবেরী গোস্বামীকেও একইসঙ্গে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। স্ত্রীর যদিও মৃদু উপসর্গ ছিল। তাও ঝুঁকি এড়াতে কবি কাবেরী গোস্বামীকেও ভর্তি করা হয়।

জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামীর সঙ্গে যোগাযোগ করল আনন্দবাজার ডিজিটাল। তিনি জানালেন, ‘‘বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করা হয়। ফলাফল আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।’’ রাত প্রায় ১০টা নাগাদ কোভিড ফলাফল পজিটিভ আসতেই কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় জয় গোস্বামীকে। আগামিকাল স্ত্রীর কোভিড পরীক্ষা করানো হবে বলে জানালেন তাঁদের কন্যা।

Related Posts