উপজেলা চট্টগ্রাম

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচারের দাবীতে আনোয়ারা প্রেসক্লাবের মানববন্ধন

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আনোয়ারা প্রেসক্লাব। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম, সহ সভাপতি ও (প্রথম আলো) প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির শাহ সুমন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মী লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, লেখক রফিক আহমেদ খান, কর্ণফুলী নিউজের সম্পাদক মালেক রানা। মাননবন্ধনে সাংবাদিকদের মধ্যে রফিকুল ইসলাম, ডিএইচ মনছুর, মো. ইমরান হোসেন, আক্কাস উদ্দিন, কোরবান আলী টিটু, মোহাম্মদ সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মনজুর, জিন্নাত আইয়ূব, রানা সাত্তার, মোজাম্মেল হক হিমালয়, নেজাম উদ্দিন, মো. মহিউদ্দিন, রাজিব শর্মা, সগীর মাহমুদ, আকাশ শীল, রূপন দত্ত, ইকবার বাহার, রফিক আহমদ তালুকদার, মোহাম্মদ মনির হোসেন। অন্যান্যদের মধ্যে সংগঠক নীল জামশেদ, মো. ওয়াহেদ শাহ্, প্রকৌশলী রাম চন্দ্র দাশ, ছাত্রনেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ ইরান উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় আনোয়ারা-কর্ণফুলীর কর্মরত সাংবাদিকবৃন্দ এবং কর্ণফুলী উপজেলার সর্ববৃহৎ সামাজিক প্লাটফর্ম ‘প্রিয় কর্ণফুলী’ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাতœতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সম্পদ লুন্টনকারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তার করে দেশের দুর্নীতিবাজদের ক্ষমতা প্রদর্শিত হয়েছে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবেনা সে দেশে গণতন্ত্র লুন্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বান্ধব রাষ্ট্র নায়ক। দেশে চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সরকারের ভেতর দুর্নীতিবাজ আমলারা সাংবাদিকদের সরকারের প্রতিপক্ষ করে তোলতে চাই এবং আজকে এই কর্মসূচি থেকে রোজিনা ইসলামের মুক্তিসহ গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহের স্বাধীনতা জোর দাবীও করেন বক্তারা।

# ১৯.০৫.২০২১ইংরেজি।

Related Posts