রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা থানার অন্তর্গত বৈরাগ ইউনিয়ন এর গুহাপঞ্চক ফুটবল একাদশ ও আনোয়ারা সদর ইউনিয়ন দক্ষিণ শৈলকাটা ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ দক্ষিণ শৈলকাটা গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিধু সিকদার, সনাতন টিভির সহ সম্পাদক সুপন সিকদার , বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রন্জন দত্ত , বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আনোয়ারা উপজেলা শাখার সভাপতি উৎপল দত্ত , যুবলীগ নেতা শঙ্কর মজুমদার সহ আরো অনেকে। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে গুয়াপঞ্চক একাদশের নেতৃত্ব দেন শাপলু দে,
দক্ষিণ শৈলকাটা একাদশের নেতৃত্ব দেন দিবাকর সিকদার শাবলু। খেলাটি পরিচালনা করপন পলাশ দত্ত।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে গুয়াপঞ্চক একাদশ দক্ষিণ শৈলকাটা একাদশকে এক শূন্য গোলে হারিয়ে ট্রফি জিতে নেন।