চট্টগ্রাম

স্বাধীনতা পুরষ্কার গ্রহনের পর পিতার কবরে শ্রদ্ধাঞ্জলি পুত্র ভূমিমন্ত্রী জাবেদের

স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ আবদানের জন্য আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্বাধীনতা পদক (মরণােত্তর) প্রাপ্তিতে তাঁর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় আনােয়ারার হাইলধরস্থ সাবেক এই সাংসদের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণে শ্রদ্ধা নিবেদন করেন ।

 

এসময় বাবুর জৈষ্ঠ পুত্র এবং বর্তমান ভূমিমন্ত্রী জাবেদ বলেন , “স্বাধীনতা সংগ্রাম ও দলের দুঃসময়ে অবদানের স্বীকৃত স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পিতাকে সম্মান দেখিয়েছেন । এ জন্য আমি আনােয়ারাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । বাবার স্বপ্ন পূরণে আমি আনােয়ারা – কর্ণফুলীর উন্নয়নে নিজেকে উৎস্বর্গ করলাম । ”

 

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী , কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী , আনােয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী , সিনিয়র সহ – সভাপতি এস এম আলমগীর চৌধুরী , সাধারণ সম্পাদক এম এ মালেক , যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম , আনোয়ারা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, সদস্য এম. নজরুল ইসলাম, আনোয়ারা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ারা সেচ্চাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আল জকির সহ এম. এ. করিম, শহিদুল ইসলাম করিম, মোঃ সেলিম, জাফর উদ্দিন চৌধুরী , হায়দার আলী রনি , সুগ্রীব মজুমদার দোলন , কলিম উদ্দিন , আনােয়ার হােসেন কন্ট্রাক্টর , ছগীর আজাদ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Related Posts