—————————————
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
গতকাল রাতে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বৈরিয়া গ্রামের দুজন রাজমিস্ত্রী রায়পুর ইউনিয়ন থেকে কাজ করে বাড়ি ফেরার পথে লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায় সাপমারা খালের বাঁধের পাশে।
জানা যায় দুজনেই আনোয়ারা থানার অন্তর্গত ০৪ নং বটতলী ইউনিয়ন এর ০৯ নং ওয়ার্ডের লালু মাঝির বাড়ির
মৃত মোঃ অছি মিয়া ছেলে মোঃ ইলিয়াস (৪২)
একই ওয়ার্ডের মৃত মোঃ আজিজুর রহমানের ছেলে আবুল কাসেম (৩৮)
কেউ বলছেন দূর্বিত্তদের হাতে জখম হয়ে খুন হয়েছে দুজন। আবার কেউ বলছেন বজ্রাঘাতে নিহত হয়েছে তারা। উল্লেখ্য গতকাল সন্ধ্যার পর থেকে খুব বেশি বজ্রপাত লক্ষ করা যায়।
লাশের গায়ের চিহ্নে প্রাথমিক ভাবে একজনের মাথায় ও অন্যজনের গোপন অঙ্গে রক্ত ক্ষরনের আলামত দেখা যায়।
খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ লাশ দুটি মর্গে পাঠানোর জন্য নিয়ে যায়। নিহত দুজনের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টার সময় তারা রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭ টায় তাদের সাথে স্বজনদের মোবাইলে কথা হয়।এরপর থেকে তাদের সাথে আর কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।এসময় প্রচুর বজ্রপাত হচ্ছিল। সম্ভবত তারা বজ্রপাতে নিহত হয়েছেন। তাদের কোন শত্রু ছিলনা।