সিনিউজ ডেস্ক
২ লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল তা। ১৪ এপ্রিল দেশে সংক্রমিত হয়েছিলেন ১.৮৪ লক্ষ। ১৫ এপ্রিল প্রথমবার তা দু’লক্ষ ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। কমতে কমতে মঙ্গলবার তা আবার দু’লক্ষের নীচে নামল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জনের।