উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় তারেকেশ্বর মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি 

 

রূপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

 

আনোয়ারা সদরের দক্ষিণ পাড়ায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী তারেকেশ্বর মন্দিরে চুরির ঘটনা ঘটছে। মন্দিরের সামনে স্থাপিত প্রণামী দানবাক্সের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে গেছে চোরেরা।

মন্দিরটিতে সোমবার (২৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মন্দিরটিতে চুরির এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তারেকেশ্বর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজল বোস জানান, মন্দিরটির সামনে স্থাপিত দান বাক্সের তালা ভেঙে কে বা কাহারা দান বাক্সের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরে স্থানীয় বাসিন্দারা ফুল তুলতে আসলে দান বাক্সের তালা ভাংচুর অবস্থায় দেখতে পাই।

পরে দেখা যায়, মন্দিরের থেকে দান বাক্স ভেঙে সব টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা।

থানায় অভিযোগ করা হয়নি বলে জানান কাজল বোস।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ মৌখিকভাবেও জানায়নি। তারপরও খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts