জাতীয় লিড নিউজ

১৩ জুন থেকে পর্যায়ক্রমে খুলছে  শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিউজ ডেস্ক

পর্যায়ক্রমে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে এবং তাদেরকে যথাক্রমে ৬০ ও ৮৪ দিন ক্লাসে উপস্থিত হতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ক্লাস শেষ হওয়ার দুসপ্তাহ পরে পরীক্ষা হবে।’

২০২২ সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাস সংখ্যা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫০ ও ১৮০টি।

ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে একদিন স্কুলে যাবে।

Related Posts