উপজেলা চট্টগ্রাম

পরকীয়ার জেরঃ ফটিকছড়িতে গৃহবধু হত্যার প্রধান আসামী মানিক গ্রেপ্তার

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি
ফটিকছড়িতে সন্তানদের চোখের সামনে খুন হওয়া গৃহবধু খতিজা বেগম খুকী হত্যার প্রধান আসামী মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ মে (মঙ্গলবার) রাত ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে৷ পরে তার স্বীকারোক্তি মতে, মানিকের বাড়ীর পাশ্বর্বতী একটি ডোবা থেকে ২ টি ছুরি ও ১টি দামাদা উদ্ধার করে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের নুরুল্লাহ মুন্সির বাড়ির প্রবাসী ইছা আহমদের ঘরের ছাদের সিঁড়ি রুমের গ্রিলের তালা ভেঙে প্রতিবেশী আজিজুর রহমানের পুত্র মানিক মিয়া(৩৫) ঘরে প্রবেশ করে খতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক খতিজাকে হত্যার কথা স্বীকার করেছে। প্রথমত নিহত মা খতিজার সাথে পরকীয়ার প্রেম ছিল মানিকের । একপর্যায়ে নিহত খতিজার বড় মেয়ে নিহার সাথেও মানিকের প্রেম ঘটে উঠে। এর সুবাদে উভয়ের বিয়ে হবার কথা ছিল । কিন্তু দেড় বছর আগে মানিক প্রবাসে থাকা অবস্থায় খতিজার হস্তক্ষেপে তার বড় মেয়ের বিয়ে হয়ে যায় । সেটা মানিক মেনে নিতে পারেনি। এর জের ধরে মানিক খতিজাকে হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানান পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ক্যাপশন. ফটিকছড়িতে আলোচিত গৃহবধু হত্যার
প্রধান আসামী মানিক পুলিশের হাতে গ্রেফতার। ইনসাইটে নিহত খুন হওয়া গৃহবধু খতিজা বেগম খুকী।

Related Posts