উপজেলা চট্টগ্রাম

আনোয়ারায় মন্দির থেকে কষ্টিপাথরের শিব লিঙ্গ চুরি

 

রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে রাতের আঁধারে তিনটি মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। এতে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর। এরআগে গত সোমবার মধ্যরাতে তারেকেশ্বর ও শীতলা মন্দিরের সামনে চুরির এ ঘটনা ঘটে।

বুধবার (২৬ মে) রাত আনুমানিক তিনটায় উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে স্বার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও দূর্গা বাড়ি মন্দিরে চুরি ঘটনা ঘটে। এঘটনায় বিকালে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার ও ভাইস চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এঘটনায় আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃণাল কান্তি ধর অভিযোগ করে জানান, উপজেলা সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাস ধরে মন্দির চুরি ঘটনা ঘটলেও দুঃস্কৃতকারী ও চুরি মালামাল উদ্ধার না হওয়ায় আমরা শংকিত। তারই ধারাবাহিকতায় বুধবার আনুমানিক তিনটার দিকে আমার পরিচালনাধীন স্বার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও আমার বাড়ির পাশের দূর্গা বাড়ি মন্দিরে চুরি ঘটনা ঘটে। এতে কষ্টিপাথরের শিব লিঙ্গ, দূর্গা, রাম, লক্ষণ, শীতা, হুনুমানের মুর্তি, পূঁজা সামগ্রীসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুঃস্কৃতকারীরা। তিনি আরো জানান, এব্যাপারে আমি আনোয়ারা থানায় অভিযোগ করেছি। অতিদ্রুত যেন অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করে দেওয়া হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারণা রাতে দুঃস্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আশা করছি কম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওয়াতায় নিয়ে আসা সম্ভব হবে। রাতে পুলিশি টহল জোরদার করা হবে।

Related Posts